সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিক্ষোভ

কোচবিহার এক নং ব্লকের ধলুয়া বাড়িতে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন বাসিন্দারা। এদিন সমষ্টি উন্নয়ন আধিকারিক এর দপ্তরে ধলুয়াবাড়ির বাসিন্দারা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি সার্ভে না করে গরিব মানুষদের প্রাপ্য ঘর থেকে বঞ্চিত করা হয়েছে।

আন্দোলনকারীদের পক্ষ থেকে সুচিত্রা বর্মন জানান,”আমার বর এবং আমার শাশুড়ির নামে ঘর এসেছে। আমরা কাঁচা বাড়িতে থাকি। অথচ তালিকায় আমাদের নাম নেই। আমাদের পাড়াতে চাকরি করেন এবং এর আগেও বহু বার ঘর পেয়েছে এমন লোকের আবারো ঘর এসেছে। রাতের অন্ধকারে আশা কর্মীরা এসে সার্ভে করে গেছে। অথচ আমাদের বাড়িতে সার্ভে করা হয়নি। তাই আমরা চাইছি বিডিও সাহেব অন্তত নিজে দাঁড়িয়ে সার্ভেটা করুক এবং আমাদের বাড়িতে এসে দেখে যান।

যদি আমরা ঘর পাবার জন্য উপযুক্ত না হই তাহলে আমরা ঘর নেব না। কিন্তু উপযুক্ত হলে যেন আমরা ঘরটা পাই বিডিও সাহেব সেই ব্যবস্থা করুন। সেই জন্যেই আমরা আন্দোলন করতে বাধ্য হচ্ছি”।