সম্প্রতি এক ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনা নিয়ে পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি। খোদ নিশীথের আইনজীবী পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন। সেই নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষে সৌম্য মজুমদার বলেন, বিজেপি সমর্থকরা যখন কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানিয়ে নিয়ে আসছিল তখনই সেখানে শাসক দলের লোকেদের জমায়েত ছিল। নিশীথ প্রামাণিক পৌঁছনোর পর থেকেই পাথর ছোড়া শুরু হয়। তাঁর এও অভিযোগ, তৃণমূল বিধায়ক উদয়ন গুহর নির্দেশে এই জমায়েত করে শাসক দল। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়েছে। আরও বড় দাবি করে বলা হয়েছে, নিশীথ প্রামাণিকের ওপর হামলার পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে।
পুলিশের ভূমিকা নিয়েও হাজারো প্রশ্ন তোলা হয়েছে এদিন। দাবি করা হয়েছে, তৃণমূল কংগ্রেস সমর্থকরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা করেছিল আগেই, তাই পুলিশের উচিত ছিল তাদের আটকানো। পাশাপাশি এফআইআর দায়ের করার ক্ষেত্রেও পুলিশ সম্পূর্ণ পক্ষপাত করেছে বলে অভিযোগ। তবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, যে ব্যক্তি মামলা করেছেন তিনি ঘটনার দিন ওইখানে উপস্থিত ছিলেন না। ভিডিও ফুটেজ খতিয়ে দেখার অনুরোধ করেন তিনি।