টাটা মোটর্সের এস ইভি’র ডেলিভারি শুরু হল

ভারতের বৃহত্তম কমার্সিয়াল ভেহিকেল নির্মাতা টাটা মোটর্স তাদের সম্পূর্ণ নতুন এস ইভি’র (Ace EV) ডেলিভারি প্রদান শুরু করল। এস ইভি হল ভারতের ‘মোস্ট অ্যাডভান্সড’, ‘জিরো-এমিশন’, ‘ফোর-হুইল’ ‘স্মল কমার্সিয়াল ভেহিকেল’ (এসসিভি)।

প্রথম পর্যায়ে এস ইভি ডেলিভারি দেওয়া হয়েছে অগ্রণী ই-কমার্স, এফএমসিজি ও ক্যুরিয়ার কোম্পানি ও তাদের লজিস্টইক সার্ভিস প্রোভাইডারদের: অ্যামাজন, ডেলহিভারি (Delhivery), ডিএইচএল (এক্সপ্রেস ও সাপ্লাই চেইন), ফেডএক্স, ফ্লিপকার্ট, জনসন অ্যান্ড জনসন কনজিউমার হেলথ, মুভিং (MoEVing), সেফএক্সপ্রেস ও ট্রেন্ট লিমিটেড।

২০২২-এর মে মাসে লঞ্চ হওয়া নতুন এস ইভি হল এক ঝঞ্ঝাটমুক্ত ই-কার্গো মোবিলিটির সার্বিক সমাধান, যার সঙ্গে রয়েছে ৫ বছরের সুসংহত মেইনটেন্যান্স প্যাকেজ। এস ইভি’র কন্টেইনার তৈরি হয়েছে লাইটওয়েট, শক্তপোক্ত মেটেরিয়ালে যা ই-কমার্স লজিস্টিক্সের জন্য খুবই উপযোগী।