লাডলো ভারতের অন্যতম বিখ্যাত চটকল। এই চটকলে উৎপাদিত বস্তুসামগ্রীর গুণমান খুবই উন্নত। হাওড়ার চেঙ্গাইলে হুগলি নদীর তীরে এই জুটমিল। ২৬ শে সেপ্টেম্বর থেকে বন্ধ ছিল হাওড়ার লাডলো জুট মিল। স্থানীয় কয়েকজন দুষ্কৃতীদের হামলার পরই মালিকপক্ষ মিলে তালা লাগানোর সিদ্ধান্ত নেন। উলুবেড়িয়ার চেঙ্গাইল অঞ্চলের এই মিলে কর্মরত প্রায় সাড়ে ৫ হাজার মানুষ সমস্যায় পড়েন। এরপর স্থানীয় প্রশাসন এবং রাজ্য সরকারের শ্রমদফতরের উদ্যোগে পুজোর মধ্যেই শ্রমিকদের বোনাস এবং মজুরি দিয়ে দেওয়া হয়। নতুন মালিক এবং ইউনিয়নের সঙ্গে একাধিক মিটিং করার পরও কিছুতেই মিল খোলা যাচ্ছিল না। অবশেষে শ্রমমন্ত্রী মলয় ঘটক, আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নতুন মালিক এবং ইউনিয়নের সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকের শেষে সিদ্ধান্ত নেওয়া হল।