উৎপল বর্মন যিনি পেশায় অস্থায়ী শিক্ষক কোচবিহার এবিএন শীল কলেজের অস্থায়ী শিক্ষক থাকতেন ভাড়া বাড়িতে। বৃহস্পতিবার দিন দুপুরে হেডফোন দিয়ে হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ উদ্ধার হয় একটি ঘর থেকে এবং আরেকটি ঘর থেকে তার স্ত্রী ও তার পুত্র সন্তানের (২য় শ্রেণীতে পড়তো) দেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। কি কারনে এই ঘটনা ঘটেছে তা কারো জানা নেই। উৎপল বর্মনের আদি বাড়ি দিনহাটা গোসানিমারি এলাকায়। মঙ্গলবার থেকেই তার ঘরের দরজা তালা বন্ধ অবস্থায় ছিল। পরবর্তীতে বাড়ির মালিক তার পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন এসে এবং পুলিশ এসে তালা ভেঙে দেহগুলি উদ্ধার করে।
একই পরিবারের তিন জনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য কোচবিহারে।
