চলতি বছরই আরও একবার বাড়তে পারে মহার্ঘ ভাতা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য পুজোর মরসুমেই বিরাট সুখবর। শীঘ্রই ফের বৃদ্ধি পাবে মহার্ঘ ভাতা।

নবরাত্রি থেকে দীপাবলির মধ্যে ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। জানা যাচ্ছে ১ জুলাই ২০২৩ থেকে কার্যকর হবে এই নিয়ম৷ পূর্বে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পরামর্শ দেওয়া হলেও এবার ৪% ডিএ বাড়তে পারে বলে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে।

ডিএ সাধারণত AICPI সূচকের উপর নির্ভর করে গণনা করা হয়। বছরে দুবার মহার্ঘভাতা বৃদ্ধি করে থাকে কেন্দ্রীয় সরকার। এবার ৪ % হারে ডিএ বাড়ানো হলে তা গিয়ে দাঁড়াবে ৪৬ শতাংশে। সেইসঙ্গে দিপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বোনাসও পেতে পারেন। এমনটাই সম্ভাবনা রয়েছে।