বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে জানা গিয়েছে যে বেশ কয়েকটি স্কুলের শিক্ষকদের ৮ শতাংশ হারে ডিএ দেওয়া হবে। সম্প্রতি অর্থ দপ্তরের তরফে অর্থ বরাদ্দের চিঠি পৌঁছে গিয়েছে শিক্ষা দপ্তরে।
যেখানে সর্বস্তরের রাজ্য সরকারি কর্মচারীরা ৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন, সেখানে ওই বিশেষ স্কুলে শিক্ষকদের ৮ শতাংশ হারে ডিএ দেওয়া হবে। অর্থ দফতরের একটি সূত্র জানাচ্ছে, আইনি ও পদ্ধতিগত ত্রুটি ছাড়াই সরকারি নিয়ম ও বিধি মেনেই এই ডিএ দেওয়া হচ্ছে।
জানা গিয়েছে, শিক্ষা দফতরের খাতায় ‘ডিএ গেটিং স্কুল’ হিসেবে চিহ্নিত রয়েছে স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কারমেল, মহেশ্বরী হাইস্কুল, জালান বালিকা বিদ্যালয়, পাঠভবন, মারোয়াড়ি বালিকা বিদ্যালয়, তাতিয়া হাই স্কুল। এইসব স্কুলের কর্মরত শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা এই অধিক হারে ডিএ পাবেন।