প্রিয় কেষ্ট রয়েছে জেল হেফাজতে, এই পরিস্থিতিতেই বীরভূম সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

রাজ্যে জুড়ে তোলপাড় পরিস্থিতি। গরুপাচার কাণ্ডে গ্রেফতার রাজ্যের হেভি ওয়েট নেতা অনুব্রত মণ্ডল। এই মুহূর্তে রয়েছেন জেল হেফাজতে। এই পরিস্থিতিতে জানা গেল আগামী মাসে বীরভূম জেলা সফর করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রামপুরহাটের বগটুই গ্রামের ঘটনার সময় বীরভূম জেলায় গিয়েছিলেন তিনি। রামপুরহাটের এই বগটুই গ্রামের ঘটনার পর আর বীরভূম জেলায় আরও যাননি তিনি। এই মুহূর্তে বগটুই ঘটনা এবং তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর এই প্রথমবার এই জেলায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আগেরবার তাঁকে জেলা সফরে সঙ্গ দিয়েছিলেন অনুব্রত। কিন্তু এখন তিনি সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে। তাই বর্তমান পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী বীরভূম সফর কেমন হতে চলেছে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

জেলায় গিয়ে কী বার্তা দেবেন মমতা? আদতে কী কারণে সেখানে যাচ্ছেন তিনি? এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বঙ্গ রাজনৈতিক মহলে। তবে সূত্রের খবর, আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখেই জেলা সফর করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডল এখন জেলায় নেই, তাই সংগঠনের অবস্থা এখন কোন পর্যায়ে আছে, কর্মীরা কী অবস্থায় আছে, তাই জানতে সেখানে তিনি যাচ্ছেন বলে ধারণা তৈরি হয়েছে।

খবর মিলেছে, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বীরভূমে যাবেন মমতা। খয়রাশোলে জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। এছাড়া জেলায় কোনও রদবদল তিনি করেন কিনা, সেটাই দেখার বিষয়।

বীরভূমে অনুব্রত মণ্ডল না থাকা পঞ্চায়েত ভোটের জন্য যে তৃণমূলের কাছে বড় মাথাব্যাথার বিষয় তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেলা সফর যে দারুণ গুরুত্বপূর্ণ সে কথা মানতেই হবে। কী ভাবে তিনি জেলা নেতৃত্বকে এখন সামলান, কী নির্দেশ দেন কর্মীদের, তা জানার অপেক্ষায় সকলেই।