সেনা ছাউনি থেকে উদ্ধার ক্ষত বয়স্ক হাতির মৃতদেহ

সকালে দেখতে পেয়েছিলেন সেনা জওয়ানরা। উল্টো হয়ে পড়েছিল দেহটি। শরীরে ছিল দগদগে ঘা। সেনা ছাউনি থেকে উদ্ধার সাব এডাল্ট হাতির মৃতদেহ। হাতির অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের বিন্নাগুড়ি সেনাছাউনির নর্থ জোন হিলি ব্রিগেডে। বন কর্মীদের প্রাথমিক অনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাতির মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরবেলা  সেনা জওয়ানরা একটি মাঝ বয়সী পুরুষ হাতির মৃতদেহ দেখতে পান সেনাছাউনির ভেতরে । সঙ্গে  সঙ্গে বিষয়টি বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের জানান সেনা জাওয়ানরা। ঘটনাস্থলে পৌঁছেছে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের আধিকারিকরা। উত্তরবঙ্গের যতগুলি ‘হাইসেনসিটিভ এলিফ্যান্ট করিডর’ রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে হাতি করিডর রয়েছে বিন্নাগুরি সেনা ছাউনির মধ্য দিয়ে।

বীরপাড়া ব্লকের খয়েরবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তিন দিন আগেই একটি হাতির দেহ উদ্ধার হয়। মাদারিহাট বন দফতর হাতির দেহটিকে উদ্ধার করে। হাতিটির পায়ে লোহার বিদ্যুৎবাহী তার প্যাঁচানো ছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়েই হাতির মৃত্যু হয়েছে বলে বন কর্তারা মনে করেন।