বেসরকারি বাসের সঙ্গে পাল্লা দিয়ে এ বার পুজোয় চতুর্থী থেকে নবমী পর্যন্ত রাতে সরকারি বাসও চলবে। যাত্রীদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সংখ্যায় বাস রাস্তায় নামাতে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে রেখেছে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহণ নিগম এবং কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগম। ১৮ থেকে ২৩ নভেম্বরের মধ্যে নিগমের চালক, কন্ডাক্টর ছাড়াও ট্র্যাফিক বিভাগের সঙ্গে যুক্ত সব আধিকারিক এবং কর্মীদের সব রকমের ছুটি বাতিল করা হয়েছে।
চতুর্থী থেকে ষষ্ঠীর মধ্যে পুজো বাজারের ভিড়ের কথা মাথায় রেখে দিনের বেলায় বেশি সংখ্যক বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে । তবে, একাধিক বড় পুজোর উদ্বোধন হয়ে যাওয়ায় দর্শনার্থীর ভিড় রাতেও থাকবে বলে মনে করছেন পরিবহণ দফতরের আধিকারিকেরা। তাই বেসরকারি বাসের ধাঁচেই গুরুত্বপূর্ণ রুটগুলিতে বাস চালাবে রাজ্য পরিবহণ নিগম।পুজোর দিনগুলিতে প্রতিদিন গড়ে ৪৫০টি বাস রাতে ছুটবে। গুরুত্বপূর্ণ ডিপোগুলিতে বাস মেরামতির জন্য কর্মীদের তৈরি রাখার পাশাপাশি অন্তত দু’জন করে বাসচালক এবং কন্ডাক্টর মজুত রাখা হবে। উত্তর এবং দক্ষিণ কলকাতা, ই এম বাইপাস, নিউ টাউন, বারাসত সংলগ্ন বিভিন্ন রুট ছাড়াও এসপ্লানেড থেকে ডানলপের মধ্যে বিশেষ শাটল সার্ভিস চালানোর প্রস্তুতি নিয়ে রেখেছে রাজ্য পরিবহণ নিগম।
কোনও কারণে মেট্রোর পরিষেবা ব্যাহত হলে উত্তরের যাত্রীদের জন্য ওই শাটল সার্ভিস গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।পুজোর দিনগুলিতে সাধারণ যাত্রীদের যাতায়াতের পাশাপাশি পুজো পরিক্রমার যে বিশেষ পরিষেবা রয়েছে, তা-ও আলাদা ভাবে চালু থাকছে। রাস্তায় বাসের জোগান নিশ্চিত করতে রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও তৈরি রাখতে হচ্ছে নিগমকে। বিপুল সংখ্যক যাত্রী যেহেতু এই সময়ে পথে নামেন, তাই এই সময়ে আয়ের সুযোগ বাড়াতে তৎপর সরকারি বাসও।