দিনের পর দিন শারীরিক অবস্থার অবনতি ভিক্টোরিয়া চত্বরের ঘোড়াগুলির, চিকিৎসার নির্দেশ হাইকোর্টের

রাজ্য সরকারের তরফের রিপোর্টে সুস্থ থাকলে, এবার হাই কোর্টের তরফে উদ্যোগ নেওয়া হলো ময়দান এবং ভিক্টোরিয়া চত্বরের ঘোড়াগুলির শারীরিক অবস্থার খতিয়ান করার জন্য। চরম অসুস্থতা নিয়েও সওয়ারিদের নিয়ে ছুটে চলেছে ময়দান এবং ভিক্টোরিয়া চত্বরের প্রায় ৫০টি ঘোড়া। এই ঘোড়াগুলি গুরুতর অসুস্থ বলে জানা গিয়েছে। অবিলম্বে তাদের চিকিৎসা প্রয়োজন রয়েছে৷

এমনই রিপোর্ট দিয়েছে কলকাতা হাই কোর্টের এক বিশেষজ্ঞ কমিটি। ওই রিপোর্টের প্রেক্ষিতে দ্রুত অসুস্থ ঘোড়াগুলির চিকিৎসা করানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ময়দান ও ভিক্টোরিয়া চত্বরে থাকা ঘোড়াগুলির শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখতে চার সদস্যের কমিটি গঠন করেছিল কলকাতা হাই কোর্ট।

এই কমিটিতে ছিলেন মামলাকারী স্বেচ্ছাসেবী সংগঠন পেটা এবং কেপ ফাউন্ডেশনের একজন প্রতিনিধি৷ এছাড়াও ছিলেন রাজ্য প্রানী সম্পদ বিকাশ উন্নয়ন দফতর, কেন্দ্রের অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড এবং ঘোড়া মালিকদের তরফে এক জন করে প্রতিনিধি৷ এই কমিটির সদস্যরা ভিক্টোরিয়া চত্বরে গিয়ে ঘোড়াগুলির স্বাস্থ্য পরীক্ষা করেন৷

তাঁরা জানান, ওই চত্বরে মোট ১৫৮টি ঘোড়া রয়েছে। এর মধ্যে ৫০টি ঘোড়া গুরুতর অসুস্থ। কোনওটি হাঁটতে পারে না। কোনওটির শরীরে ঘা। কোনওটির আবার অষ্ট অর্থারিটিস এর মতো অসুস্থতা রয়েছে। এর পরেই কমিটির রিপোর্টের ভিত্তিতে অসুস্থ ঘোড়াগুলির চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।