বিশ্বকাপের জয়ের পর সকল ভারতবাসীর কাছে ক্ষমা চাইলেন ডেভিড ওয়ার্নার

রবিবার নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রায় এক লক্ষ মানুষ গিয়েছিলেন খেলা দেখতে। সেই ম্যাচে অস্ট্রেলিয়া ভারতকে ৪৩ ওভারে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠ বারের মত বিশ্ব চ্যাম্পিয়নের খ্যাতি জয় করেন। আর সেই ম্যাচে অস্ট্রেলিয়া দলের ওপেনার ছিলেন ওয়ার্নার।

অন্যদিকে ভারত ফাইনালে হারার পর সমাজমাধ্যমের পাতায় এক সমর্থক লেখেন যে, ওয়ার্নার সকল ভারতবাসীদের হৃদয় ভেঙে দিয়েছেন। তবে সেই উত্তরে অজি ক্রিকেটার লেখেন যে “আমি সকলের কাছে ক্ষমা চাইছি।এদিন ভারত খুব সুন্দর প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেদিন খুব ভালো একটি পরিবেশ ছিল আর আমরা দুর্দান্ত একটা ম্যাচও খেললাম। সেই কারণে সকলকে ধন্যবাদ জানাই।”

পরে যদিও ওই সমর্থক সেদিনের সেই পোস্টে ওয়ার্নারের উত্তরের পর পোস্টটি ডিলিট করে দেয় যার কারণে ওয়ার্নারের সেই পোষ্টটিও মূছে যায়। অন্যদিকে এবারের একদিনের ক্রিকেট বিশ্বকাপে ওয়ার্নার প্রায় ১১টি ম্যাচে দলের জন্য মোট ৫৩৫ রান করেন।