রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এরই মাঝে গরু পাচার মামলা নিয়ে রাজ্যের অবস্থা একদমই ভাল নেই। কথা মতো দিল্লির এপিজে আবদুল কালাম রোডে ইডির সদর দফতরে হাজিরা দিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা৷
এদিন ইডি-র দফতরে পৌঁছনোর পর সেখানে বেশ কিছু ক্ষণ তাঁকে বসিয়ে রাখা হয়৷ তার পর নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য৷ দুপুর পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলতে পারে বলে মনে করা হচ্ছে। গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্যেই সুকন্যাকে দিল্লিতে তলব করেছে ইডি। গরু পাচার মামলার তদন্তে নেমে সুকন্যার কোটি কোটি টাকার সম্পত্তি এবং একাধিক কোম্পানির খোঁজ পেয়েছেন ইডি আধিকারিকরা৷
সেই বিষয়েই তাঁকে প্রশ্ন করা হবে বলে মনে করা হচ্ছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদের পর ইডি হেফাজতে থাকা অনুব্রত মণ্ডলের একদা ছায়াসঙ্গী তথা দেহরক্ষী সায়গল হোসেনের মুখোমুখি বসিয়ে সুকন্যাকে জেরা করা হতে পারে বলেও ইডি সূত্রে খবর। এর আগে ২৮ অক্টোবর কেষ্ট-কন্যাকে তলব করা হয়েছিল৷ সেই তলবে সাড়া দেননি সুকন্যা৷