পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সরব হল দার্জিলিং জেলা যুব তৃণমূল

পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্যজুড়ে প্রতিবাদের সরব হল যুব তৃণমূল। শনিবার দার্জিলিং জেলা যুব তৃণমূলের ১নং টাউন কমিটির পক্ষ থেকে শিলিগুড়ির এআরভিউ মোড়ের হাওড়া পেট্রোল পাম্পের সামনে এক প্রতিবাদ বিক্ষোভ সভা করা হয়।

এই সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’কে ইন্ডিয়াস ‘বিগেস্ট পাপ্পু’ বলে কটাক্ষ করা হয়। পাশাপাশি যুব তৃণমূলের সদস্যরা এদিন অমিত শাহের কাটুন আঁকা গেঞ্জি পড়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধিক্কার জানায়। পাশাপাশি এদিনের এই প্রতিবাদ সভা থেকে পেট্রোল পাম্পে আসা গাড়িচালকদের একটি কুপন দিয়ে তাতে পেট্রোল নেওয়ার পর কেন্দ্রীয় সরকার কত টাকা জনগণের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে সেই কুপন ফিলাপ করা হয়।

জানা গেছে, সাধারণ মানুষের থেকে এই কুপনগুলো পূরণ করে তা পাঠান হবে কেন্দ্রীয় সরকারের কাছে। এদিনের যুব তৃনমূলের এই বিক্ষোভ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি পাপিয়া ঘোষ, যুব সভাপতি কুন্তল রায় সহ তৃণমূলের ১ নং টাউন কমিটির নেতৃত্বরা।