নগদ টাকা ও সোনার গয়না সহ প্রায় দশ লক্ষাধিক টাকার সম্পত্তি লুঠ করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান পাড়া এলাকায়। স্থানীয় হার্ডওয়্যার ব্যবসায়ী বিপ্লব মৈত্র ব্যবসার কাজের জন্য নগদ প্রায় সাত লক্ষ্য টাকা রেখেছিলেন বাড়িতে। এছাড়া তিনটি হার সহ কয়েক ভরি সোনার গয়না ছিল। সবই লুঠ করে নিয়ে গেছে চোরের দল।
বাড়ির সদস্য সরস্বতী মৈত্র বলেন, কোনও কারণে গতকাল বিকেল থেকেই পরিবারের সদস্যদের তন্দ্রাচ্ছন্ন ভাব ছিল। এজন্য রাতে খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন সকলেই।গভীর রাতে কিছুর শব্দ শুনে ঘুম ভেঙে যায়। বিছানা থেকে উঠে দেখেন ঘরের দরজা খোলা। কিছু আসবাবপত্র এবং ট্রাঙ্ক বাইরের বারান্দায় রয়েছে। ওই সময় তিনজন ব্যক্তিকে দেখতে পান তিনি। চিৎকার চেঁচামচি করতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।
ব্যবসায়ী বিপ্লব মৈত্র বলেন, ব্যবসার কাজের জন্য রাখা নগদ টাকা এবং তিনটি সোনার হার সহ সমস্ত অলঙ্কার নিয়ে গেছে তারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, প্রতিনিয়ত এই এলাকায় মাঝে মধ্যেই চুরি সহ অন্যান্য অসামাজিক ঘটনা ঘটছে। এজন্য বিষয়টির উপর গুরুত্ব দিয়ে এই এলাকায় একটি পুলিশ ফাঁড়ির ব্যবস্থা করার দাবি করেন তারা।