রাস্তায় দুধ ঢেলে প্রতিবাদ দুগ্ধ চাষিদের

মঙ্গলবার বহরমপুরের সাটুই গ্রামে দুধ ফেলে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল দুগ্ধ চাষিরা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গত কয়েকদিন দুগ্ধ সংগ্রহ বন্ধ রাখা হবে বলে বিজ্ঞপ্তি জারি করেন ভাগীরথী মিল্ক ইউনিয়নের ম্যানেজিং ডিরেক্টর।

সেই বিজ্ঞপ্তিতে জানান হয় যে প্রাকৃতিক দুর্যোগের জন্য দুগ্ধ বিক্রয়  কমে যাওয়ায় অতিরিক্ত দুগ্ধ ডেয়ারিতে জমে যাচ্ছে এবং অতিরিক্ত দুগ্ধ ফেলে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই এই তিনদিন কোনও রাত্রিকালীন দুগ্ধ সংগ্রহ হবে না।

এরই প্রতিবাদে দুগ্ধ চাষিরা রাস্তায় দুধ ফেলে বিক্ষোভ জানিয়েছিলেন। তবে দুগ্ধ চাষিদের দুরাবস্থায় তাদের পাশে থেকে হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।