পুরুলিয়ায় শৈলারোহণ করতে প্রতিদিন মাথাপিছু ফি ১৫০ টাকা

এমনকি, তাঁবুতে থাকতে প্রতিদিন মাথাপিছু দিতে হবে ৩০০ থেকে ৫০০ টাকা! ট্রেকিং, পাখি দেখতে গেলেও ফি লাগবে ১৫০ টাকা। পুরুলিয়ায় পাহাড়ে যেতে বন দফতরের নতুন নির্দেশিকায় এ ভাবেই বহু গুণ বেড়েছে ফি-এর পরিমাণ। যা দেখেচোখ কপালে উঠেছে পাহাড়প্রেমীদের। তাঁদের দাবি, এমন চড়া হারে ফি বাড়ানো হলে পুরুলিয়ার বুকে হয়তো অচিরেই বন্ধ হয়ে যাবে অ্যাডভেঞ্চার ও পাহাড়প্রেমী মানুষজনের আনাগোনা। যদিও বিতর্কের জেরে সোমবার পুরুলিয়ার বন দফতর সূত্রে দাবি করা হয়, ওই নির্দেশিকায় ব্যাখ্যার একাংশ ছাপা না থাকার কারণে এই ভুল বোঝাবুঝি।

 শৈলারোহণ ও ট্রেকিংয়ের জন্য ফি ২০ টাকা থেকে বাড়িয়ে ২৫ টাকা করা হচ্ছে। সেই সঙ্গে সরকারি ডরমিটরিতে কেউ থাকলে তার ভাড়া হিসাবে নেওয়া হবে ১৫০ টাকা। শিবিরের জন্য বন দফতরের তাঁবু নিলে তার ভাড়া বাবদ ৩০০-৫০০ টাকার কথাই উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায়। তবে সেই কথা স্পষ্ট ভাবে লেখা না থাকায় বিভ্রান্তি ছড়িয়েছে। শীঘ্রই সেই তথ্য সংশোধন করা হবে বলেও দফতর সূত্রে জানানো হয়েছে।শৈলারোহণ থেকে ছোটখাটো ট্রেকিং, পাখি দেখা— পাহাড়ি পথে সড়গড় হতে অথবা প্রশিক্ষণ নিতে অ্যাডভেঞ্চার-প্রেমী বাঙালির অন্যতম প্রিয় গন্তব্য পুরুলিয়া। শীতে পুরুলিয়ার বিভিন্ন পাহাড়ে শৈলারোহণের প্রশিক্ষণ দিতে শিবিরের আয়োজন করে থাকে দক্ষিণবঙ্গের বহু পর্বতারোহণ ক্লাব। পাহাড়মনস্ক তরুণ-তরুণী থেকে স্কুলপড়ুয়া— সকলেই স্বল্প খরচে অংশ নিতে পারেন সেখানে। তার জন্য পুরুলিয়ার বন দফতরের কাছে আয়োজনকারী ক্লাবগুলিকে ফি দিতে হলেও তার পরিমাণ নিতান্তই কম। কিন্তু নয়া নির্দেশিকার জেরে সেই ফি-র বোঝা হঠাৎ এতটা বেড়ে গেলে শিবিরের প্রতি সাধারণের আগ্রহ হারাবে বলেই আশঙ্কা প্রকাশ করছেন অনেকে।