অষ্টম রাজ্য তাইকুন্ড প্রতিযোগিতায় দাদাভাই ক্লাব পরিচালিত দলের জয়জয়কার

জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের উদ্যোগে এবং পরিচালনায় চলা তাইকুন্ড শিবিরের প্রতিযোগীরা কয়েক বছর থেকেই দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করে আসছে।
তবে এবার অষ্টম রাজ্য তাইকুন্ড প্রতিযোগিতায় অংশ নিয়ে ১৩ টি সোনা, ৬টি রূপা এবং ১২ টি ব্রোঞ্জ পদক জেতার গৌরব অর্জন করেছে।

এই সাফল্য প্রসঙ্গে দাদাভাই ক্লাব পরিচালিত তাইকুন্ড সিবিরের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় জানান, অন্যান্য বারের মতো এবারেও প্রতিযোগীরা খুব ভালো সাফল্য পেয়েছে, এবং সফল প্রতিযোগীরা এরপর জাতীয় তাইকুন্ড প্রতিযোগিতায় অংশ নেবে দিল্লিতে।