কালীপূজোয় দাদাভাই ক্লাব ও নবারুণ সঙ্ঘে নতুন চমক

জলপাইগুড়ি শহরে বেশ কয়েক বছর ধরে কালীপুজোয় নজর কাড়ছে ৪ নম্বর গুমটির দু’টি ক্লাব। গতবারও ট্যুইন টাওয়ার ও কেদারনাথ মন্দির দেখতে ভিড় উপচে পড়েছিল এই দুই জায়গায়।এবারও সেই রকম প্রস্তুতি ওই দুই ক্লাবে। দাদাভাই ক্লাবে এবারের আকর্ষণ হতে চলেছে তামিলনাড়ুর স্বর্ণমন্দির ও গোমস্তপাড়ানবারুণ সঙ্ঘে এবারের আকর্ষণ অসমের কামাখ্যা মন্দির। দুই মণ্ডপের কাজ চলছে জোর কদমে।

তবে এবার ৬৫ বছরে পড়তে চলেছে গোমস্তপাড়ার নবারুণ সঙ্ঘের পুজো । ক্লাব সম্পাদক জানান যে গতবছর থেকেই তাঁদের এবারের পুজোর পরিকল্পনা ছিল। এই মণ্ডপ তৈরি করতে আটবার ওই মন্দিরে গিয়েছেন তাঁরা।  সঙ্গে এও জানান যে ১৯৪ ফুট লম্বা এই মণ্ডপটিতে গর্ভগৃহও থাকছে। তাঁদের চেষ্টা, যতটা সম্ভব অবিকল কামাখ্যা মন্দিরের আদল দেওয়ার। আর তারজন্য সমস্ত রকম প্রচেষ্টাই চালাচ্ছি ক্লাব কমিটি।

অন্যদিকে, দাদাভাই ক্লাবের কালীপুজো এবার ৪৬ বছরে পদার্পন করতে চলেছে। ক্লাবটির মণ্ডপ তৈরি হচ্ছে তামিলনাড়ুর স্বর্ণমন্দিরের আদলে। যেটি তামিলনাড়ুর লক্ষ্মী নারায়ণ মন্দির হিসেবেও প্রসিদ্ধ। তাঁরা জানান মণ্ডপটির উচ্চতা৭০ ফুট ও চওড়া ৭৫ ফুট হতে চলেছে । সেইসঙ্গে সামঞ্জস্য রেখে হচ্ছে চন্দননগরের আলোকসজ্জা ও প্রতিমা।