নিয়মনীতি মেনে সম্পন্ন হল দাদা ভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজোর খুঁটি পুজো

নিয়মনীতি মেনে সম্পন্ন হলো শিলিগুড়ির অন্যতম বিগ বাজেটের পুজো দাদা ভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজোর খুঁটি পুজো। এদিনের এই খুঁটিপুজোতে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার। মঙ্গলবার দুপুরে শিলিগুড়ির দাদাভাই ক্লাবের মাঠে নিয়মনীতি মেনে এই খুঁটি পুজো করা হয়।

জানা গিয়েছে, এবছর দাদাভাই স্পোর্টিং ক্লাবের দুর্গাপূজোর ৪২ তম বর্ষ। এবছর কুটির শিল্পের ওপর মণ্ডপসজ্জার কাজ হবে। স্থানীয় শিল্পীরা সহ মুর্শিদাবাদ, নবদ্বীপ থেকেও শিল্পীরা মণ্ডপসজ্জার কাজ করবে। গতবছর দাদাভাই স্পোর্টিং ক্লাবের পুজো ২২টি পুরস্কার জিতেছিল। এবছরও জাঁকজমকের সঙ্গে পুজো হবে বলে জানা যায়।