বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বাংলার রাজ্য সরকারি কর্মীদের জন্য সামনে আসছে বড় খবর!
গত কয়েকমাসে কেন্দ্র সরকার থেকে শুরু করে একাধিক রাজ্যের সরকার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে। কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীন ৫৩% হারে ডিএ পাচ্ছেন। তবে বাংলার রাজ্য সরকারি কর্মীরা কোনও সুখবর পাননি।
২০২৩ সালের ডিসেম্বর মাস নাগাদ ডিএ বৃদ্ধির সুখবর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে অনেকের অনুমান, এবারও হয়তো তেমনটাই হতে পারে। কিংবা জানুয়ারি মাসেই ‘সুখবর’ দিতে পারে সরকার। নতুন বছরের শুরুতেই মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে বলে মনে করছেন অনেকে।