আবারও বাড়তে পারে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে লোকসভা ভোটের আগেই সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বাড়ানোর অনুমোদন দিয়েছে মোদী সরকার।

তবে আরও চার শতাংশ বৃদ্ধি পেয়ে তা ৫০ শতাংশে পৌঁছেছে। নিয়ম অনুসারে, মহার্ঘ ভাতার হার পঞ্চাশ শতাংশ পেরোলেই সরকারকে অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। ১ মাস পর পেশ হতে পারে কেন্দ্রীয় বাজেট।

তার আগেই ন্যাশনাল কাউন্সিল (স্টাফ সাইড, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য জয়েন্ট কনসালটিভ মেশিনারি) সেক্রেটারি শিব গোপাল মিশ্র ক্যাবিনেট সেক্রেটারিকে অষ্টম বেতন কমিশন গঠন সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। তাতে সরকারকে অষ্টম বেতন কমিশনের প্রস্তাব দেওয়া হয়েছে।