নতুন বছরে বাড়ানো হতে পারে ডিএ

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে বর্তমানে ৫৩% হারে ডিএ পাচ্ছেন সপ্তম বেতন কমিশনের অধীন বেতন পাওয়া কর্মীরা।

এমনিতে সাধারণত বছরে দু’বার ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। প্রথম দফা জানুয়ারি থেকে জুন এবং দ্বিতীয় দফা জুলাই থেকে ডিসেম্বর অবধি কার্যকর হয়। এআইসিপিআই সূচকের ওপর ভিত্তি করে এই মহার্ঘ ভাতা বৃদ্ধির হার নির্ধারণ করে সরকার। অক্টোবর মাসে কেন্দ্রের তরফ থেকে ৩% হারে ডিএ বাড়ানো হয়েছিল। নতুন বছরে কত শতাংশ বৃদ্ধি করা হয়, এখন সেটা নিয়ে নানান চর্চা চলছে।

রিপোর্ট বলছে, ২০২৫ সালের জানুয়ারি মাসে ৫৬% হারে ডিএ বৃদ্ধি করতে পারে সরকার। যদি আগামী মাসে ৩% হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্র, ফলে ১৮,০০০ টাকা মূল বেতন পাওয়া একজন কেন্দ্রীয় সরকারি কর্মীর মোট বেতন ৫৪০ টাকা বৃদ্ধি পাবে। অন্যদিকে ৯০০০ টাকা পেনশন পাওয়া একজন পেনশনভোগী অতিরিক্ত ২৭০ টাকা পাবেন।