বিগত দু মাস ধরে নাজেহাল করা গরম সহ্য করেছে রাজ্যবাসী। এরপর গত সপ্তাহ থেকে আংশিক স্বস্তি মিলছে ঝড়ের কারণে। এদিকে আজ শনিবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টি হয়েছে যার সংশ্লিষ্ট ঘূর্ণাবর্তটি মধ্য ট্রপোস্ফিয়ার অঞ্চল পর্যন্ত প্রসারিত। এটির উত্তর পশ্চিম অভিমুখে অগ্রসর হয়ে আগামী ৭ ই মে সন্ধ্যায় গভীর নিম্নচাপে এবং ৮ই মে সন্ধ্যায় সামুদ্রিক ঘূর্ণিঝড়ে পরিণত হবার প্রবল সম্ভাবনা আছে। এরপর এটির আরো উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে আগামী ১০ই মে নাগাদ উত্তর অন্ধ্র ওডিশা উপকূলের অদূরে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে উপস্থিত হবার প্রবল সম্ভাবনা রয়েছে।এর প্রভাবে আগামী ১০-১৩ ই মে ২০২২ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি এবং দু এক ভারী বৃষ্টির (৭-১১ সেমিঃ) সম্ভাবনা আছে। যেকারনে মৎস্যজীবীদের আগামী ১০ ই মে, ২০২২ থেকে পশ্চিমবঙ্গ উপকূল বরাবর ও উপকূলের অদূরে সমুদ্রে যাবার উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
পাশাপাশি, IMD-র বিজ্ঞানী আর কে জেনামনি বলেছেন, নিম্নচাপ তৈরি হবার পর শক্তি সঞ্চয় করে আরও ঘনীভূত হবে। তাই দক্ষিণ আন্দামান ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় সতর্ক করা হচ্ছে। ওই অঞ্চলে মৎস্যজীবীদের মূলত না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, কেননা আবহাওয়ায় অনেক বদল ঘটবে।” জানা যাচ্ছে, নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে, তার নাম হবে ‘অশনি’। এবং এই নামটি প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার দেওয়া।