কাটল জট! রাজ্যে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে উচ্চ প্রাথমিকে ১৪ হাজার ৩৩৯ টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছিল ২০১৪ সালে। সেই উচ্চ প্রাথমিকের মেধা তালিকা বা প্যানেল হাইকোর্টের নির্দেশে প্রকাশিত হতে চলেছে।

স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, স্কুল শিক্ষা দপ্তর অনুসন্ধান শুরু করে দিয়েছে কোন কোন স্কুলে উচ্চ প্রাথমিকের শিক্ষকের প্রয়োজন রয়েছে। এই সংক্রান্ত প্যানেল প্রকাশিত হলেও প্রার্থীদের কবে নিয়োগের সুপারিশ পত্র দেওয়া হবে বা নিয়োগ প্রক্রিয়া শুরু হবে তা সম্পূর্ণ হাইকোর্টের নির্দেশের উপর নির্ভরশীল।

প্রসঙ্গত, উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ২০১৪ সালে। এরপর প্রথম পর্যায়ের মেধা তালিকা প্রকাশিত হলে তার বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন চাকরি প্রার্থীরা।