পলিসি নেওয়ার সময় গ্রাহকরা তাদের আয়ের সময়কাল নির্বাচন করতে পারবেন

গ্যারান্টিড ইনকাম ইন্স্যুরেন্স প্ল্যান চালু করল ভারতের অন্যতম প্রধান জীবন বীমাকারী সংস্থা HDFC লাইফ। উল্লেখ্য, এই প্ল্যানটি করমুক্ত সুবিধা এবং নিশ্চিত মৃত্যু সুবিধা প্রদান করায় প্রিয়জনদের জন্য একটি নিরাপদ ভবিষ্যত নিশ্চিত করে।

এইচডিএফসি লাইফ গ্যারান্টিড ইনকাম ইন্স্যুরেন্স প্ল্যানের মাধ্যমে, কোম্পানি গ্রাহকদের একটি আর্থিক সংস্থা তৈরি করার সুযোগ দিচ্ছে যা তাদের নিয়মিত এবং গ্যারান্টিযুক্ত আয়ের মাধ্যমে সহায়তা করবে। এছাড়া HDFC লাইফ গ্যারান্টিড ইনকাম ইন্স্যুরেন্স প্ল্যানটি  আয় প্রদানের সময় জীবন কভারও প্রদান  করে। গ্রাহকরা পলিসি নেওয়ার সময় ৮, ১০, ১২, ১৫, ২০, ২৫ বা ৩০ বছরের আয়ের সময়কাল বেছে নিতে পারবেন।

HDFC লাইফের সেগমেন্টস অ্যান্ড হেড প্রোডাক্টস অনীশ খান্না বলেন,  HDFC লাইফে আমাদের লক্ষ্য হল আমাদের পলিসি হোল্ডার এবং তাদের প্রিয়জনদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।