সম্প্রতি অলংকার মিউজিক একাডেমীর সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হোল কোচবিহার সাহিত্যসভা প্রেক্ষাগৃহে। উপস্থিত অতিথিদের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এদিনের সাংস্কৃতিক সন্ধ্যার উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুমকেতু আর্ন্তজাতিক নজরুল একাডেমীর সম্পাদক মানস চক্রবর্তী। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দিতে গিয়ে মানসবাবু এদিনের অনুষ্ঠানের স্বার্থকতার কথা তুলে ধরেন। সূচনায় অলংকার মিউজিক একাডেমীর ছাত্র ছাত্রীদের একটি সুন্দর উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয়। সংস্থার ছাত্র ছাত্রীদের সমবেত সঙ্গীতের অনুষ্ঠানটিও ছিল বেশ। উৎপল চ্যাটার্জি, সোমা দাশগুপ্ত, দীপক গাঙ্গুলি, শঙ্খশুভ্র মুখার্জি প্রত্যেকের একক সঙ্গীতের অনুষ্ঠান ছিল খুব ভাল। এদের সাথে তবলায় সঙ্গতে কালীপদ সূত্রধর ছিলেন অসাধারন। শ্রীপর্না সরকারের নৃত্য শৈলীতে মুগ্ধ হন দর্শকরা। এদিনের অনুষ্ঠান শেষ হয় অলংকার মিউজিক একাডেমীর ছাত্রছাত্রীদের চমৎকার একটি সমবেত সঙ্গীতের মধ্যে দিয়ে। সবমিলিয়ে এদিন খুব সুন্দর এক সাংস্কৃতিক সন্ধ্যা উপহার হিসেবে পেল কোচবিহারের সংস্কৃতিপ্রেমী মানুষেরা। এরজন্য অলংকার মিউজিক একাডেমী কতৃপক্ষের অবশ্যই ধন্যবাদ প্রাপ্য।