রাত পোহালেই বড়দিন। আলোর মালায় সেজে উঠেছে তিলোত্তমা। আজ রাত থেকেই ভিড় জমতে শুরু করে শহরের একাধিক এলাকায়। পার্ক স্ট্রিট, বো ব্যারাক থেকে শহরের চার্চগুলোয়। বড়দিনকে কেন্দ্র করে শহরে যাতে কোনওপ্রকারের আইনশৃঙ্খলার অবনতি না হয় তার জন্য তৎপর লালবাজার। কলকাতা পুলিশের পাশাপাশি লালবাজারের ট্রাফিক বিভাগের তরফ থেকেও বড়দিনে মহানগরে বিশেষভাবে যান নিয়ন্ত্রণ করা হবে। লালবাজার সূত্রে খবর, আগামী ২৪ ডিসেম্বর বিকেল ৪টে থেকে ২৫ ডিসেম্বর ভোর ৪টে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। বন্ধ করা হবে কিনা তা নির্ভর করবে ভিড়ের ওপর। যদি ভিড় বেশি হয় সেক্ষেত্রে জওহরলাল নেহরু রোড থেকে উড স্ট্রিট হয়ে পার্কস্ট্রিট সহ মিডলটন স্ট্রিটের রাস্তা বড়দিনের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা হবে। আরও কয়েকটি রাস্তা বন্ধ রাখা হবে ৷ এছাড়াও বেশ কয়েকটি গাড়ির গতিপথও ঘোরানো হবে। মেয়ো রোড ও জওহরলাল নেহেরু রোড হয়ে আসা গাড়িগুলির গতিপথ কিদওয়াই স্ট্রিট থেকে ঘুরিয়ে দেওয়া হবে।
লালবাজারের তরফে জানা গিয়েছে, জওহরলাল নেহেরু রোডে দক্ষিণ দিকে যাওয়া যানবাহনগুলিকে হয় পার্কস্ট্রিট ফ্লাইওভারের দিকে অথবা মেয়ো রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। পাশাপাশি, ডাফরিন রোড বা খিদিরপুর রোডের দিকে যাওয়ার গাড়িগুলি অন্যান্য রুট দিয়ে ঘোরানো হবে। ট্রাফিক বিভাগের পাশাপাশি বড়দিনের রাতে রাস্তায় থাকবেন খোদ কলকাতা পুলিশের নগরপাল মনোজ কুমার ভার্মা সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। রাতে প্রায় দেড় হাজার পুলিশকর্মীরা উপস্থিত থাকবেন। গোটা পার্ক স্ট্রিট জুড়ে প্রায় ৭টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। থাকছে হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড, কুইক রেসপন্স টিম, সারমেয় বাহিনী। এছাড়াও বড়দিনের দুপুরে ও রাতে শহরের একাধিক পার্ক এবং রেস্তোরাঁর সামনে কর্তব্যরত অবস্থায় থাকবে কলকাতা পুলিশের উইনার্স টিম বা প্রমীলা বাহিনী।