জলপাইগুড়ির ঐতিহ্য তিস্তা ও করলা নদী রক্ষার বার্তা তুলে ধরতে শুরু হয়েছে ‘তিস্তা-করলা উৎসব’। দুই নদীকে নিয়ে সচেতনতা বাড়াতে উৎসবের মধ্য দিয়ে জমজমাট মেলার আয়োজন করা হয়েছে শহরে। কাশ্মীর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্টল দেওয়া হলেও মেলায় এবার বাংলাদেশের কোনও শিল্প সামগ্রীর ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হয়নি। জলপাইগুড়ি শহরের মিলন সঙ্ঘ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা। চলবে আগামী ৫ই জানুয়ারি পর্যন্ত।
শীতের মরশুমে মেলা শুরু হতেই ধীরে ধীরে মানুষের ভিড় বাড়ছে। মেলা কমিটির কর্মকর্তা মিঠুন চৌধুরি বলেন, তিস্তা-করলা উৎসবের মধ্য দিয়ে এবার শিল্প সংস্কৃতি ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উত্তরবঙ্গের ও দেশের বিভিন্ন প্রান্তের ১১০টি স্টল রয়েছে। সঙ্গে রয়েছে খাবারের বিভিন্ন স্টল ও বাচ্চাদের জন্য বিনোদনমূলক পার্ক।
মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন শিল্প সামগ্রীর স্টল রয়েছে। মেয়েদের হাতে তৈরি হস্তশিল্পের বিভিন্ন সামগ্রী নিয়ে এসেছেন তারা। তবে অন্যান্য বছর এই মেলায় বাংলাদেশের শাড়ি, গুড়, নোনা ইলিশ সহ বিভিন্ন সামগ্রীর স্টল দেওয়া হলেও, সেখানকার অস্থির পরিস্থিতির জন্য এবার মেলা কমিটির পক্ষ থেকে কোনও বাংলাদেশি ব্যবসায়ীকে আমন্ত্রণ জানানো হয়নি।