শিলিগুড়ির ‘অভয়া ভোর দখল’-এ ভিড় জড়ো, মহিলারা বললেন- বিচারের দাবিতে বিক্ষোভ চলবে

শিলিগুড়ি : কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের একজন শিক্ষানবিশ মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শিলিগুড়িতে ‘অভয়া ভোর দখল’ কর্মসূচির আয়োজন করা হয়। অর্জুন মন্টু ঘোষ সহ শিলিগুড়ির বিপুল সংখ্যক মানুষ সোমবার সকালে শহরের হাশমি চকে মোমবাতি জ্বালান এবং ন্যায়বিচার না হওয়া পর্যন্ত 9 আগস্টের অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন।

বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রিটিদের পাশাপাশি অর্জুন পুরস্কারপ্রাপ্ত মন্টু ঘোষও বিক্ষোভ ও শপথ অনুষ্ঠানে অংশ নেন।ভোর ৪টা ১০ মিনিটে ‘অভয়া ভোর ডাকল’ অনুষ্ঠিত হয়।তবে ঘোষ বলেন, বিচারের দাবিতে এই বিক্ষোভ করা হচ্ছে। আমরা মোমবাতি জ্বালিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদান করেছি।

আমরা শপথ নিচ্ছি যে একজন মহিলা মাঝরাতে 2 টায় একা হাঁটলেও নিরাপদ থাকবেন এবং আমরা তার নিরাপত্তা চাই।” আজ সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে এবং আশা করছি কিছু সিদ্ধান্ত নেওয়া হবে। নারীরা জানান, বিচারের দাবিতে আন্দোলন চলবে।