বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য। এই পরিস্থিতিতে বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় বহুদিন জেলবন্দি হুগলির বহিস্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়।
সম্প্রতি কুন্তল-অয়ন-শান্তনুর নতুন করে ১৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। যার মধ্যে কুন্তলের ৪টি, শান্তনুর ১৪টি ও অয়ন শীলের ২৫টি সম্পত্তি রয়েছে। তিন অভিযুক্তর ব্যাংক অ্যাকাউন্ট, শেয়ারের নথি, মিউচুয়াল ফান্ডে বিপুল পরিমাণ টাকা লগ্নি ও লেনদেনের হদিশ পায় ইডি।
প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তার বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, স্ত্রী শতরূপা, ছেলে শৌভিককের সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছিল। যার পরিমান প্রায় ১১২ কোটি টাকা। কুন্তল-অয়ন-শান্তনুর সম্পত্তি বাজেয়াপ্ত করার পর, বাজেয়াপ্ত সম্পত্তির পরিমান ১২৬ কোটি ৭০ লাখ টাকা।