ফের হাতির হানায় ফসলের ক্ষতি

ফের হাতির হানায় ফসল নষ্ট হল পশ্চিম মাদারিহাট এলাকায়। বৃহস্পতিবার গভীর রাতে ৩২টি হাতির একটি দল জলদাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে ওই এলাকার কৃষি ক্ষেতে এক প্রকার তান্ডব চালায় ।

হাতির হানায় নষ্ট হয় প্রায় ৯বিঘা ভুট্টা ক্ষেত। রাত তিনটে নাগাদ ওই হাতির দল আক্রমণ চালায়। এমনিতেই ঝড়ে ওই এলাকায় আগেই বেশ কিছু জায়গায় ফসলের ক্ষতি হয়েছে ,এবার তার ওপর হাতির আক্রমণে বাকিটুকুও নষ্ট হতে বসার জোগাড়।

খবর পেয়ে ঘটনাস্থলে বন দফতরের কর্মীরা এসে হাতিগুলোকে জঙ্গলের দিকে পাঠিয়ে দেয়।