আবার ফাটল দেখা দিল বৌবাজারের একাধিক বাড়িতে

মাঝে দুটো বছর কেটে গেলেও এখনো যেন আতঙ্ক রয়েই গেছে মানুষের মনে। দীর্ঘ দু বছর সময় পর আজ আবার আতঙ্কের মধ্যে দিয়ে সময় কাটছে বৌবাজারের বাসিন্দাদের৷ ফের ফাটল দেখা দিল বৌবাজারের বাড়িতে। দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনে একাধিক বাড়িতে ভোরবেলায় ফাটল দেখা যায়৷ আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ দে। এলাকা খালি করে দেওয়ার আবেদন জানানো হয়েছে৷

শুক্রবার ভোর থেকে ঘর ছাড়া একাধিক পরিবার৷ বারবার বাড়িতে ফাটল ধরায় ক্ষুব্ধ স্থানীয়রা৷ তাঁদের দাবি, মেট্রোর কাজের জন্যই এই ঘটনা ঘটেছে৷ জানা গিয়েছে, শিয়ালদহের দিকে মেট্রোর লাইনে ক্রস প্যাসেজে কাজ চলার সময় রাত ৩টে নাগাদ সেখান থেকে জল বেরতে দেখেনে কর্মীরা। ঘটনাস্থলে যাচ্ছেন কেএমআরসিলের উচ্চপদস্থ আধিকারিকরা। এখনও পর্যন্ত মোট ৫-৬টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে জানা গিয়েছে৷ বিশেষজ্ঞদের মূল্যায়নের পর সঠিক সংখ্যাটা বলা সম্ভব হবে৷

২০১৯ সালে ইস্ট-ওয়েস্ট মেট্রো রেলের কাজ শুরু হয়৷ এর পর থেকেই বউবাজারে যত বিপত্তি৷ একের পর এক বাড়িতে ফাটল ধরে৷ বেশ কয়েকটি বাড়ি ভেঙেও পড়ে৷ সেই সময় ৬০০-রও বেশি বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল৷ চলতি বছরের মে মাসেও দুর্গাপিতুরি লেন, মদন দত্ত লেনের একাধিক বাড়িতে ফাটল দেখা দেয়। আজ ফের একাধিক বাড়িতে ফাটল দেখা দেওয়ায় আতঙ্ক ছড়াচ্ছে।