ব্রিটিশদের থেকে লড়াই করে স্বাধীনতা অর্জন করলেও, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এখনও জারি রয়েছ। দেশবাসীর উদ্দেশ্যে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোর পর এমনটাই ইঙ্গিত দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মূলত, মোদীর এই শব্দবাণ যে বাংলার বুকে প্রবল আঘাত এনেছে তা বলার আর আক্ষেপ রাখে না। এনিয়েই এবার তাৎপর্যমূলক মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিন ফিরহাদ বলেন,’ ভুয়ো মামলা দিয়ে হেনস্থা করা হচ্ছে। মামলা করছে সিপিএম। আর লুফে নিচ্ছে বিজেপি।জীবনে কখনও অনৈতিক কাজ করিনি-করবও না। যদি কখনও প্রমাণ হয়, আমি কোনওভাবে অনৈতিককাজের সঙ্গে যুক্ত, তাহলে ইডি-সিবিআই-কে নয়, আমি আমাকে নিজেকে মৃত্যুদণ্ড দেব। আমাদের সবাইকে অপমান করা হচ্ছে। এই চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।’
প্রসঙ্গত, এসএসসি দুর্নীতি নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার হয়েছেন। যেখানে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে বিপুল নগত টাকা, সোনা উদ্ধার হয়েছে। দ্বিতীয়ত গরুপাচার পাচার মামলায় বীরভূমের হেভিওয়েট তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতার। দুজনকেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একদিকে নেত্রীর উপর ভরসা রাখলেও নাম না করে,’ অভিযোগ প্রমাণ হলে যাবজ্জীবন কারাদণ্ড হোক’, বলেছেন মুখমন্ত্রী।
উল্লেখ্য, স্বাধীনতা দিবসের সকালে প্রধানমন্ত্রীমোদি বলেন, ‘সুযোগ অনেক আছে। মর্যাদাও অনেক আছে। আছে মুশকিলও। অনেক কিছুই আছে, তবুও চেষ্টা চলছে। অনেক কিছু নিয়েই বলার থাকে। তবে, এই সময়ে দাঁড়িয়ে, আজকে আমি দুটি বিষয় এখানে আজ বলব। একটি হল দুর্নীতি। অপরটি ‘ভাতিজাবাদ’, পরিবারবাদ।’ প্রধানমন্ত্রী এরপরেই বলেন, ভারতের মতো লোকতন্ত্রে, মানুষ দারিদ্রের সঙ্গে লড়াই করছে।একদিকে কিছু মানুষ আছেন, যাদের কাছে বাসস্থানটুকু নেই। আবার অন্য দিকে এমন লোক আছেন , যাদের চুরি করা দ্রব্য রাখার জায়গা নেই।’