পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মরণোত্তর দেহ দানে অনুপ্রাণিত হয়ে আজ কোচবিহারের সিপিআইএম কর্মী শ্যামল কর মরণোত্তর দেহ দানের ঘোষণা করলেন। আজ কোচবিহার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তিনি এই ঘোষণা করেন।
বর্তমানে শ্যামল করের বয়স প্রায় ৬০ বছর। কোচবিহার শহর সংলগ্ন গড়িয়াহাটি ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নিউ পাটাকুড়া এলাকার বাসিন্দা তিনি। তিনি বলেন দরিদ্র পরিবারে ছোটবেলা থেকেই মানুষ হয়েছেন।জীবনে বিভিন্ন সমাজ সেবামূলক কাজের সঙ্গে নিযুক্ত ছিলেন।
বর্তমানে তিনি কোচবিহার জেলা সিপিআইএম এর কার্যালয়ে সর্বক্ষণের কর্মী হিসেবে রয়েছেন। তিনি বলেন তার মৃত্যুর পর তার মৃতদেহ চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে ব্যবহার হবে তা মৃত্যুর পূর্বেই জানতে পারছেন তিনি,সেটাই তার কাছে বড়ো পাওনা।