শিলিগুড়িতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। শহরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শিলিগুড়ি পুরনিগমের পুরকমিশনারকে স্মারকলিপি প্রদান করল CPI(M) ৩ নং এরিয়া কমিটি। কোন ওয়ার্ডে কত সংখ্যক ডেঙ্গুতে মানুষ আক্রান্ত হয়েছে এবং ডেঙ্গু মোকাবেলায় পুরনিগমের পক্ষ থেকে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তা যাতে জানানো হয় এমন দাবি তুলে ধরা হয়।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুরনিগমের পরিষদীয় দলনেতা মুন্সী নুরুল ইসলাম বলেন, পুরনিগম যতটা গুরুত্ব অন্য কার্যকলাপে দিচ্ছে ততটা গুরুত্ব ডেঙ্গুকে নিয়ে দিচ্ছে না। ফলে শহরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এই সংখ্যায় যাতে নিয়ন্ত্রণ আনা হয় তার জন্য পুরনিগমকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার দাবি তুলে ধরা হয়। তা না হলে আগামীতে পথে নামার হুমকি দেন তিনি।