শূন্য থেকে ঘুরে দাঁড়াচ্ছে সিপিআইএম!

একুশের বিধানসভায় শূন্য আসন নিয়ে মুখ থুবড়ে পড়েছিল বামেরা। তবে এবার সেই খেলা যে ঘুরছে তা টের পাইয়ে দিচ্ছেন বাম প্রার্থী সায়রা শাহ হালিম। অর্থাৎ আজ বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনের ফল ঘোষণা। । ইতিমধ্যেই একাধিক দফার গণনা শেষ। মূলত, গণনার শুরতে বালিগঞ্জে তৃণমূল এগিয়ে থাকলেও বিজেপিকে টেক্কা দিয়ে দশম রাউন্ড পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস। অর্থাৎ দশম রাউন্ড শেষে বিজেপি ছেড়ে বেরিয়ে আসা তৃণমূল প্রার্থী বাবুল পেয়েছেন ২৮৬৩৫ ভোট, উল্লেখযোগ্যভাবে সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিম পেয়েছেন ২০৭৬৩ ভোট, তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী পেয়েছেন ৪০৯২ ভোট আর বিজেপির কেয়া ঘোষ পেয়েছেন মাত্র ৩৬২১ ভোট।

উল্লেখ্য, সবমিলিয়ে বালিগঞ্জে ১৯ রাউন্ড ভোট গণনা হওয়ার কথা রয়েছে। কিন্তু যেহেতু বালিগঞ্জে মাত্র ৪১ শতাংশ ভোট পড়েছে, তাই আর কিছু সময়ের মধ্যেই এই উপনির্বাচনের ফলাফলের চিত্রটা একেবারে স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছে নির্বাচন কমিশন।