করোনামুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এলেন অভিনেত্রী সুমনা দাস। লকডাউনে বাড়িতেই রয়েছেন টুম্পা খ্যাত অভিনেত্রী। তাই নিজে সুস্থ হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করলেন।
অসুস্থ বোধ করতেই অভিনেত্রী কাজ থেকে বিরতি নিয়ে বাড়িতে ফিরছিলেন, এরপরই তার রিপোর্ট পজিটিভ আসে। সেই থেকেই অভিনেত্রী ঘরবন্দী। তিনি বলেছেন, ‘কোভিড পরিস্থিতিতেও আমি কাজ করেছি। কিন্তু সমস্ত নিয়ম খুব কঠোরভাবে মেনে চলেছি। সবসময় স্যানিটাইজার, মাস্ক ব্যবহার করেছি। ভাবতে পারিনি আমার কোভিড হবে। টেস্ট রিপোর্ট পজিটিভ আসায় খুব ভেঙে পড়েছিলাম। সবচেয়ে ভয় হয়েছিল মা-বাবার জন্য। একই বাড়িতে ছিলাম। ওনারা ২জনেই অসুস্থ। তবে খুব নিয়ম মেনেই আইসোলেশান কাটিয়েছি। মা-বাবাকে ছুঁতে পারেনি কোভিড।’
অনেকেই কোভিড হলে আতঙ্কিত হয়ে পড়েন , কিন্তু তিনি বলেন এই সময় ভয় না পেয়ে জীবনটাকে নিয়মে বাধা উচিত , আমার খাওয়া পরিষ্কার থাকা এসব করলেই রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা বেড়ে যায় কারণ করোনার জন্য এখনও কোনো ওষুধ নেই।
তিনি অনুরোধ করেন এই সময় যতটা পারেন মানুষের পাশে দাঁড়ান, কারণ সময়টা শো- অফের নয়, সাহায্যের।