COVAXIN-র হিউম্যান ট্রায়াল শুরু দিল্লিতে

দিল্লির এইমস-এ ভারতে তৈরি করোনার প্রতিষেধক কোভ্যাকসিন-এর মানব দেহে পরীক্ষামূলক প্রয়োগ শুরু হচ্ছে আজ থেকে৷ কোভ্যাকসিন-এর প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের হিউম্যান ট্রায়ালের জন্য ICMR এইমস-সহ ১২টি চিকিৎসা প্রতিষ্ঠানকে বেছে নিয়েছে৷ যাঁরা স্বেচ্ছাসেবক হিসেবে নাম নথিভুক্তিকরণ করেছেন, তাঁদের শারীরিক পরীক্ষার কাজ সোমবার থেকে শুরু হচ্ছে৷ নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার পর প্রথম ১০ ঘণ্টায় অন্তত ১০০০ জন রেজিস্ট্রেশন করিয়েছেন৷ প্রথম পর্যায়ে ৩৭৫ জনের শরীরে এই ভ্যাকসিন পরীক্ষামূলক ভাবে প্রয়োগ করা হবে৷ তার মধ্যে এইমস থেকে ১০০ জন থাকতে পারেন৷ যাঁরা নাম লেখাতে ইচ্ছুক তাঁরা Ctaiims.covid19@gmail.com-এ ইমেল পাঠাতে পারেন৷ অথবা ৭৪২৮৮৪৭৪৯৯ নম্বরে এসএমএস পাঠাতে পারেন৷ এইমস-এর কমিউনিটি মেডিসিনের অধ্যাপক চিকিৎসক সঞ্জয় রায় জানিয়েছেন, যাঁদের শরীরের অন্য কোনও অসুস্থতা নেই, করোনায় আক্রান্ত হননি এবং যাঁদের বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে, তাঁদেরই শরীরেই পরীক্ষামূলক ভাবে এই ভ্যাকসিন প্রয়োগ করা হবে৷ হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক এবং ICMR-এর যৌথ উদ্যোগে তৈরি করা হচ্ছে করোনার প্রতিষেধক কোভ্যাকসিন৷