অগ্নিপথ প্রকল্প নিয়ে অগ্নিগর্ভ বিহার ও উত্তরপ্রদেশ । একের পর এক ট্রেনের কামরায় আগুন ধরানো হচ্ছে। আগুন দেওয়া হচ্ছে বিহারের উপমুখ্যমন্ত্রী রেণু দেবীর বাড়িতেও। পাশাপাশি আঁচ এসে পড়েছে বাংলায় সহ হরিয়ানা ও মধ্যপ্রদেশে। উল্লেখ্য, উত্তরপ্রদেশের বালিয়া স্টেশনে ঢুকে এদিন বিক্ষোভকারীরা ট্রেনের একটি কামরায় আগুন ধরিয়ে দেয়। আর স্টেশনের বাইরে লাঠি দিয়ে ভাঙচুর চালানো হয় দোকানে। পুলিশের সঙ্গে বিবাদেও জড়ায় তারা। বালিয়ার জেলা শাসক সৌম্য আগরওয়াল জানিয়েছেন, বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়েছে। বিজেপি শাসিত হরিয়ানা, উত্তরাখণ্ড এবং মধ্যপ্রদেশেও ক্ষোভ বাড়ছে। হরিয়ানার পালওয়াল জেলায় ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।
প্রসঙ্গত, অগ্নিপথ’ নামে নতুন এই প্রকল্পের প্রস্তাবে বলা হয়েছে, চার বছরের জন্য জওয়ানদের নিয়োগ করা হবে। ১৭.৫ থেকে ২৩ বছর বয়সি তরুণরা নিযুক্ত হবেন। সে সময় ৩০ থেকে ৪০ হাজার টাকা বেতন এবং ভাতা পাবেন। চার বছর পর ২৫ শতাংশকে কাজে রেখে বাকিদের ছেঁটে ফেলা হবে। তাঁরা পিএফ বা গ্র্যাচুইটির সুবিধাও পাবেন না। এমনকী পেনশনের ব্যবস্থাও থাকবে না। আর এতেই চটেছেন দেশের তরুণদের বড় অংশ। যেসব রাজ্য থেকে সেনাবাহিনীতে যোগদানের হার বেশি, সেখানে বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। দেশের প্রাক্তন সেনাপ্রধানরাও এই প্রকল্পের বিরোধী। তাঁদের মতে, অস্থায়ী পদে নিযুক্ত জওয়ানদের সীমান্ত রক্ষা বা নিরাপত্তা নিয়ে কোনও দায় থাকবে না। বিপন্ন হতে পারে দেশের নিরাপত্তা।