পুষ্প সিনেমা স্টাইলে কাশির সিরাপ পাচার, গ্রেফতার চার

গোপন সূত্রে খবর পেয়ে এস টি এফ টিম উদ্ধার করল বিপুল পরিমাণে নিষিদ্ধ কফ সিরাপ। অবৈধভাবে পুষ্পা সিনেমা কায়দায় মালগুলি পাচার হচ্ছিল নিষিদ্ধ কফ সিরাপ। সূত্রের মারফত খবর মোট ১০০ টি প্যাকেট উদ্ধার হয়। ঘটনাস্থলে গাজোল থানার পুলিশ উপস্থিত ছিলেন ঘটনাটি মালদা জেলার গাজোলের দেওতলা এলাকায় ৫১২ নম্বর জাতীয় সড়কে।

আরো জানা যায় কনটেনার গাড়িটি মালদার দিক থেকে বালুরঘাটের দিকে যাচ্ছিল, তার সাথে একটি বুলেরও গাড়ি ছিল। দুটি গাড়ি থেকে চারজনকে আটক করে পুলিশ। বৈকাল থেকে রাত পর্যন্ত উদ্ধার কাজের কর্মসূচি চলে।

জানা গেছে ১০০ টি প্যাকেটে মোট কুড়ি হাজার নিষিদ্ধ কফ সিরাপ ছিল। প্রতি প্যাকেটে ২০০টি করে কাফ সিরাপ পাওয়া যায়। যার মার্কেট মূল্য কুড়ি লক্ষ টাকা। পুলিশ প্রশাসন পুরো ঘটনার বিষয় নিয়ে তদন্তয়ে নেমেছেন।