দুর্নীতির টাকা বিদেশি যোগ, এবার ইডির নজরে এক মন্ত্রী ঘনিষ্ঠ ব্যক্তি

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

এবার ইডি সূত্রে খবর, মন্ত্রী ঘনিষ্ঠ এক ব্যক্তি ইউরোপে একটি তৃতীয় ডিভিশন ফুটবল ক্লাবের শেয়ার কিনেছেন। মন্ত্রী ঘনিষ্ঠ হওয়ার সুবাদে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে রাজি করিয়ে নিজের পছন্দের রাইস মিলকে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার কাজে হাত ছিল ওই ব্যক্তির। সেই সব রাইস মিলের মাধ্যমেই চাল বা আটার ওজনে চেয়ে কারচুপি করার পক্রিয়া চলত।

গত কয়েক বছরে বিপুল উত্থান হয় মন্ত্রী ঘনিষ্ঠ ওই ব্যক্তির। মাঝে মাঝেই ইউরোপ পাড়ি দিতেন তিনি। সেই সময়ই কয়েক কোটি টাকা দিয়ে বিদেশী ক্লাবের শেয়ার কেনেন তিনি। গোয়েন্দাদের ধারণা রেশন দুর্নীতির টাকা দিয়েই ওই এই বিনিয়োগ করা হয়েছিল।