চিনে মাত্রাতিরিক্ত ভাবে বাড়ছে করোনা সংক্রমণ

আজ থেকে বিগত প্রায় আড়াই বছর আগে সারা বিশ্ব জুড়ে ত্রাস সৃষ্টি করেছিল করোনা সংক্রমণ। করোনা ভাইরাসের সংক্রমণের উৎপত্তিস্থল চিন। প্রায় আড়াই পার হয়ে গেলেও এটা এখনও জানা যায়নি যে কী ভাবে এই ভাইরাস ছড়িয়ে পড়েছিল।

চিন থেকে গোটা বিশ্বে করোনা ত্রাস সৃষ্টি করেছে এবং এখনও করছে। তবে এই দুই বছরের মধ্যে অনেক দেশে কোভিড গ্রাফ নামতে শুরু করলেও পুনরায় তা বাড়তে শুরু করেছিল চিনেই। তার জন্য ‘জিরো কোভিড’ নীতি নিয়েছিল বেজিং সরকার। কিন্তু তাতে তারা পুরোপুরি ব্যর্থ হয়েছে।

জানা গিয়েছে, নতুন করে সংক্রমণের জেরে চিনে এই মুহূর্তে গৃহবন্দি মানুষের সংখ্যা প্রায় ১৭ লক্ষ। শুধুমাত্র আনহুই প্রদেশে এত সংখ্যক মানুষকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলেই সূত্রের খবর। সোমবারই এখানে ৩০০ জনের অধিক কোভিড আক্রান্ত হয়েছিল। তাই বাকি সকলকেই আইসোলেশনে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চিনের জিংপিং সরকার।

ওই এলাকায় যানবাহনের চলাফেরা এবং প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শুধুমাত্র জরুরি পরিষেবা ছাড়া কাউকে বেরতে দেওয়া হচ্ছে না। তবে কোভিড টেস্টের জন্য বাড়ি থেকে বেরোনর অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন।

বিশ্বে চিনই একমাত্র বড় দেশ যারা ‘জিরো কোভিড’ নীতি মেনে চলছে। বহু দেশ এই মুহূর্তে কোভিড বিধি তুলে দিয়েছে, মাস্ক পরাতেও শিথিল হয়েছে কিন্তু চিন এখনও পর্যন্ত সেই রাস্তায় হাঁটেনি। কিন্তু হিসেব বলছে, এতকিছু করার পরেও তারা করোনা ভাইরাসকে ছড়িয়ে পড়া থেকে যে আটকাতে পেরেছে তা নয়। এই ১৭ লক্ষ মানুষকে ঘর বন্দি করে দেওয়াই তার প্রমাণ। কিন্তু করোনাকে হারাতে বদ্ধপরিকর দেখাচ্ছে বেজিং সরকারকে।