সমান ভাবে চিন্তা ধরাচ্ছে দেশ ও রাজ্যের করোনা সংক্রমণ

ক্রমাগত ওঠানামা করছে দেশের করোনা গ্রাফ। বেশ কয়েক মাস পর গতকাল মঙ্গলবার বেশ খানিকটা নেমে ছিলো দৈনিক করোনা সংক্রমনের সংখ্যা। এবার আজ তা আবার ঊর্ধমুখী হলো। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৩৫৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২০ লক্ষ ৩৬ হাজার ৫১১ জন। দৈনিক মৃত্যুও মঙ্গলবারের তুলনায় বেড়েছে। বুধবার একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৪৯৭ জন। গোটা অতিমারি পর্বে করোনাভাইরাস মোট প্রাণ কেড়েছে ৪ লক্ষ ২৯ হাজার ১৭৯ জনের। তবে ১৪০ দিনে এই প্রথম সর্বনিম্ন অ্যাকটিভ রোগীর সংখ্যা। দেশে এখন সক্রিয় রোগী রয়েছে ৩ লক্ষ ৮৬ হাজার ৩৫১ জন।

অন্যদিকে রাজ্যে বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় একদিনে রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৬৩৯ জন। সবমিলিয়ে এ রাজ্যের মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৩৪ হাজার ৯৯৯ জন। পাশাপাশি বাড়ল মৃত্যুও। একই সময় মৃত্যু হয়েছে ১২ জনের। তবে স্বস্তি দিয়ে কমেছে সংক্রমণের হার। একদিনে সুস্থ হয়েছেন ৭২৪ জন। তাৎপর্যপূর্ণভাবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪০ হাজার ৪৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।