ওঠা পড়া লেগে আছে রাজ্যের সংক্রমণের সংখ্যা। দৈনিক আক্রান্তের মাত্রা শেষ কয়েক দিনেই কমতে শুরু করেছিল। মাঝে বাড়লেও ফের আজ স্বস্তি। গতকালের থেকে আবার কিছুটা কম হল আক্রান্তের সংখ্যা।
এদিকে একাধিক মৃত্যু আজও হয়েছে বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্তও চিন্তা বাড়াচ্ছে। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু বেড়ে ৫.৭৩ শতাংশ। সুস্থতার হার ৯৮.৬৩ শতাংশ।
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৭৭ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ৯৯ হাজার ৪৩৩ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ ৫ জনের মৃত্যু হয়েছে রাজ্যে। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ৪০০ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৯১৭ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ২০ লক্ষ ৭০ হাজার ৭৩১ জন।
অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ৫৭৪ টি নমুনা। উল্লেখ্য, শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ১২১ জন। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৬২ জন।
তবে করোনা আগের মতো মারাত্মক প্রভাব নিয়ে না এলেও চিকিৎসকরা করোনা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। মার্কিন চিকিৎসকরা জানিয়েছেন, করোনা থেকে সেরে ওঠার পরেও ১২ ধরনের রোগের উপসর্গ দেখা দিচ্ছে।
যার জেরে হাসপাতালেও ছুটতে হচ্ছে বার বার। সময় মতো চিকিৎসা না করালে মৃত্যুও হতে পারে৷ এও বলা হচ্ছে, কোভিড পরবর্তী ১৫০ দিন খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ের মধ্যে ব্যক্তিকে যথেষ্ট সচেতন থাকতে হবে।