মুখেও পক্ষাঘাত সৃষ্টি করতে পারে করোনাভাইরাস, প্রতিকারের একমাত্র উপায় ভ্যাকসিন

বেড়েই চলেছে সংক্রমণ, গবেষণায় প্রায় দিনই নিত্যনতুন করোনা সংক্রমনের তথ্য ধরা পড়ছে। কিভাবে এক গবেষণার দ্বারা জানা যায় এই ভাইরাস নাকি মুখের পক্ষাঘাতের সৃষ্টি করতে পারে। চিকিৎসকরা দাবি করেছেন, যারা টিকা নিচ্ছেন তারা এই সমস্যা থেকে অনেক নিরাপদ এবং যারা এখনো পর্যন্ত টিকা নেয়নি তাদের আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় ৭ গুণ বেশি।

সম্প্রতি ক্লিভল্যান্ড মেডিকেল সেন্টার হাসপাতাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা জানিয়েছেন করণা আক্রান্তদের প্রতি ১ লাখের মধ্যে ৮২ জনের ‘বেলস পালসি’ তে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে এবং যারা টিকার নিচ্ছেন তাদের সংখ্যা কমে আসে অর্থাৎ প্রতি ১ লক্ষে প্রায় ১৯ জনের মত।

কিন্তু কথা হচ্ছে, টিকা নেওয়ার কারণে ‘বেলস পালসি’ হতে পারে কিনা! বিজ্ঞানীরা বলেছেন তা নিয়ে সন্ধান করতে গিয়ে ধরা পড়ে করোনার কারণেই এটি হতে পারে। ভবিষ্যতে করোনা সংক্রমণ থেকে বাঁচতে এবং মুখের পক্ষাঘাতের মতো সমস্যা এড়াতে টিকা নেওয়া খুবই জরুরী।