অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে সময় কাটছে কংগ্রেসের। একদিন আগেই আর্থিক তছরুপের কারণে তলব করা হয়েছিল তাকে। নাম জড়িয়ে ছিল তার ছেলেরও। সেই নিয়ে চাপ তো ছিলই। আর আজ জানা গেল যে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী কোভিড আক্রান্ত হয়েছেন। আগামী ৮ তারিখ সোনিয়ার হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু সেটা যে এখন আর হবে না তা স্পষ্ট। কেমন আছেন সোনিয়া?
জানা গিয়েছে, কংগ্রেস সভানেত্রীর মৃদু উপসর্গ আছে এবং তিনি নিজেকে আইসোলেশনে রেখেছেন। তবে চিন্তার বিষয় এই, বিগত কিছুদিন ধরেই তিনি একাধিক কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক করেছেন। স্বাভাবিকভাবেই তারা তাঁর সংস্পর্শে এসেছে। তাই তারাও নিজেদের এখন সবার থেকে সরিয়ে রাখছে। এও খবর যে, কংগ্রেসের কয়েক জন নেতাও কোভিড পজিটিভ হয়েছেন এবং সোনিয়ারও প্রথম জ্বর ছিল। পরীক্ষা করাতেই তিনি পজিটিভ হন। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলেই জানা যাচ্ছে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসেই ন্যাশনাল হেরাল্ড মামলায় বর্ষিয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাগড়াকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সেই সময়ই এনফর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা জানিয়েছিলেন আর্থিক নয়-ছয়ের এই মামলায় খাগড়ের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁকে জিজ্ঞাসাবাদের পরই সরাসরি সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীকে সমন পাঠায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। অন্যদিকে ইডির এই নোটিশ প্রসঙ্গে কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি বুধবার সাংবাদিকদের জানিয়েছিলেন সোনিয়া এবং রাহুল গান্ধী দুজনেই নির্দিষ্ট দিনে ইডি দফতরে হাজিরা দেবেন।