কোচবিহার জেলার সুভাষ পল্লীতে পৌর পরিষেবাকে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে ক্যাম্প করলেন পৌর প্রশাসক

আসন্ন পুরভোট কোচবিহার জেলায়। বিধানসভা নির্বাচনে কোচবিহার জেলার নয়টি আসনের মধ্যে দুটি আসন দখলে রাখতে পেরেছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেস। পরবর্তীতে দিনহাটায় উপ নির্বাচনের পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেটাও দখলে রাখতে সক্ষম হন শাসক দল তৃণমূল কংগ্রেস। তাই এবার পুরো ভোটকে সামনে রেখে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তৎক্ষণাৎ তা মিটিয়ে দেওয়ার জন্য দুয়ারে পৌরসভা শুরু করলেন কোচবিহার পৌর প্রশাসক।

কোচবিহার জেলার সুভাষ পল্লীতে পৌর পরিষেবাকে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ক্যাম্প করতে দেখা গেল কোচবিহার পৌর প্রশাসককে। সুভাষপল্লী দেই মাঠে ১,২,৬,৭ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনে তা যতটা পারা যায় দ্রুত ব্যবস্থা করবেন পৌর প্রশাসক।

এই দুয়ারে পৌরসভা প্রসঙ্গে পৌর প্রশাসক মিনা তর বলেন, আজ এখানে ১,২,৬,৭ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের অভাব অভিযোগ এই ক্যাম্প এর মাধ্যমে নথিভূক্ত করা হবে এবং যত দ্রুত সম্ভব তাদের সমস্যাগুলো সমাধান করা হবে। আগামী ৩০ শে ডিসেম্বর পর্যন্ত সাধারণ মানুষের কথা মাথায় রেখে এই পরিষেবা দেওয়া হবে।