আজ থেকে শুরু হলো কোচবিহার কলকাতা বিমান পরিষেবা

আজ থেকে শুরু হলো কোচবিহার কলকাতা বিমান পরিষেবা। কোচবিহার থেকে কলকাতা গামী বিমানের উদ্বোধন করেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। এদিন কলকাতা থেকে কোচবিহারের পাঁচজন বিধায়ককে নিয়ে কোচবিহারে আসে এই বিমানটি। ১.৫৯ মিনিটে কোচবিহার বিমানবন্দরে এই নয় সিটের বিমানটি অবতরণ করে। এই বিমানটি কোচবিহার থেকে কলকাতা, কলকাতা থেকে জামশেদপুর এবং জামশেদপুর থেকে ভুবনেশ্বর রুটে চলবে। কোচবিহার থেকে কলকাতাগামী বিমানে প্রথম দিনে পাঁচজন যাত্রী কোচবিহার থেকে কলকাতা যাচ্ছে। কোচবিহার থেকে কলকাতা বিমান পরিষেবা চালু হওয়ায় খুশি কোচবিহার বাসি। স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে বলেন, রাজ্য সরকারের সহযোগিতায় কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পের মাধ্যমে এই বিমান পরিষেবা শুরু হলো। বর্তমানে নয় সিটের বিমান দিয়ে এই পরিষেবা চলবে। এবং আগামী দিনে যাতে আরো বেশি সিটার বিমান এবং বেশি সংখ্যক বিমান পরিষেবা চালু করা যায় সেই বিষয়ে পরিকল্পনা চলছে। তিনি বলেন কোচবিহারের মানুষের জন্য এই বিমান পরিষেবা চালু করা হচ্ছে তাই এর মধ্যে রাজনীতি না এনে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।