আগামীকাল থেকে শুরু হতে চলেছে কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা

কোচবিহার কলকাতা বিমান পরিষেবা চালু হতে চলেছে একুশে ফেব্রুয়ারি। তার আগে পরীক্ষামূলক ভাবে উড়ান সুষ্ঠু ভাবে সম্পন্ন হলো। গত ১৫ই ফেব্রুয়ারি এই পরিষেবা চালু হওয়ার কথা থাকলেও তা চালু করা সম্ভব হয়নি তার পরিবর্তেই আগামী ২১শে ফেব্রুয়ারি এই বিমান পরিষেবা চালু হচ্ছে। এ মাসের ৩ তারিখ স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বিমানবন্দর পরিদর্শন করেছিলেন এবং আশ্বস্ত করেছিলেন চালুর তিন মাসের জন্য ৯৯৯ টাকায় বিমান পরিষেবা পাবে কোচবিহারবাসি। তবে এক্ষেত্রে বাস্তবে কিছুদিনের জন্য 999 টাকা পরিষেবা বহাল থাকলেও তা বেশিদিন কার্যত থাকবে না। যাত্রীদের এই বিমানে চড়তে গেলে গুনতে হবে তিন থেকে চার হাজার টাকা।